তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে রাজ্যের শিল্পায়নের দিকেই বেশি নজর রাজ্য সরকারের৷ উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে কার্শিয়াংয়ের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী৷ মূলত শিল্পায়নে জোড় দিতে এই বৈঠক হলেও এদিন মুখ্যমন্ত্রীর সামনে উঠল পাহাড়ের জন্য উঠল পৃথক ভাবে রিজিওনাল এসএসসি’র আর্জি৷ এদিন বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলা হয়, পাহাড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বোর্ড নেই৷ হচ্ছে না এসএসসি৷ ফলে শিক্ষকতার চাকরি থেকে বঞ্চিত হতে হচ্ছে পাহাড়ের শিক্ষিত যুব সমাজকে৷ এম.এ, এম.এসি বা পিএইটডি করে বসে থাকতে হচ্ছে মেধাবী পড়ুয়াদের৷
দাবি, বাংলায় যেমন এসএসসি রয়েছে, তেমনই পাহাড়ের জন্য পৃথক এসএসসি লাগু করা হোক৷ শিক্ষক নিয়োগের জন্য নির্দিষ্ট ব্যবস্থা থাকার প্রয়োজন রয়েছে৷ পাহাড়ের ছেলেমেয়েরা এখনও ভয়েন্টিয়ার হয়েই রয়েছে৷ তাঁদের পাকা চাকরির ব্যবস্থা করা হোক৷ পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা ট্যুরিজম নিয়ে পড়াশোনা করেছেন, তাঁদের দুই-তিন বছর ইনটার্নশিপ করার সুযোগ দাও৷ যাঁরা ভালো কাজ করবে তাঁদের চাকরি দিয়ে দাও৷ সরকারি সার্টিফিকেট থাকায় তাঁরা যোগ্য সম্মানও পাবে৷ এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ হবে৷ কিন্তু পাহাড়ের সমস্যার মূলে রয়েছেন বহিরাগতরা৷ বাইরে থেকে এসে রাজনীতি করে চলে যাচ্ছে, দার্জিলিংকে ভেঙে দিচ্ছে৷