আবারও এক অভিযোগের তীর রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে

সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা বিজেপির। একের পর এক অভিযোগে জড়াচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা। পূর্বেই অনেক অভিযোগের আঙুল উঠেছে তার বিরুদ্ধে, এবার কি তবে আরো এক নতুন অভিযোগে জড়াতে চলছেন শুভেন্দু অধিকারী? এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় কাঁথি থানায় এফআইআর দায়ের করলেন মৃতের স্ত্রী। স্বামীর মৃত্যুর সত্যতা উদঘাটনে এবার এই অভিযোগ দায়ের করেছেন সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তিনি জানিয়েছেন, এতদিন আতঙ্কে মুখ বন্ধ করে ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে এখন তাঁর মনে হয়েছে স্বামীর মৃত্যুর বিচার পাওয়া সম্ভব। মৃত্যু রহস্য প্রকাশ্যে আনতে চাইছেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ অক্টোবর গুলি লেগে প্রাণ হারিয়েছিলেন শুভেন্দুর দীর্ঘদিনের দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী। সেই ঘটনার রহস্য উদঘাটন করতেই শুভব্রতর স্ত্রী সূপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন শুক্রবার সকালে। তাঁর অভিযোগের তির যেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই। সুপর্ণার অভিযোগ, শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁর স্বামী শুভব্রত চক্রবর্তী। ছয়-সাত বছর এই দায়িত্বে থাকার পর কীভাবে আচমকা তিনি গুলিবিদ্ধ হলেন। কেনই বা তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করতে এত দেরি হল। এই সমস্ত প্রশ্ন তুলেছেন স্ত্রী।