একই জায়গায় প্রায়শই দুর্ঘটনা, ট্রাফিক পুলিশের নজরদার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গতকাল এখানেই প্রাইভেট গাড়ির সাথে টোটো দূর্ঘটনায় টোটো চালকের মৃ*ত্যুর ঘটনা ঘটেছিলো। আহর দুই টোটো যাত্রী ঘটনা ঘটেছিলো। আজ সোমবার সকালে রাস্তা পারাপারের সময় জলপাইগুড়ি পাদ্রীকুঠী এলকার বাসিন্দা সমির দাস ও রনজিতা রায় (স্বামী-স্ত্রী ) মোটরবাইক নিয়ে রাস্তা পারাপারের সময় শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি যাবার পথে ছয় চাকার লরির সাথে দূর্ঘটনা ঘটে। আহত হয় দুজন।
গুরুতর আহত মোটরবাইক চালক সমির দাসকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ও হাসপাতালে অধিন সুপার স্পেশালিষ্ট হাসপাতালে চিকিৎসাধিন। ঘাতক লড়িটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।