ভারতীয় জ্য়াভলিন থ্রোয়ার অন্নু রানি দেশকে গর্বিত করলেন এশিয়াডে ।উত্তরপ্রদেশের ৩১ বছরের কন্যা চিনে বর্শামঙ্গল লিখলেন চতুর্থ প্রচেষ্টায় ৬২.৯২ মিটার দূরে বল্লম নিক্ষেপ করে। মঙ্গলবার অন্নু এশিয়াডের দ্বিতীয় পদক পেলেন। ২০১৪ সালে ইঞ্চিয়নে ব্রোঞ্জ জিতেছিলেন অন্নু, সেবার ৫৯.৫৩ মিটারের থ্রো এসেছিল তাঁর হাত থেকে। মেয়েদের জ্যাভলিন ইভেন্টে শ্রীলঙ্কার দিলহানি লেকামগে রুপো জিতেছেন ৬১.৫৭ মিটার ছুড়ে, চিনের লিউ হুইহুই ব্রোঞ্জ পেয়েছেন বল্লমটিকে ৬১.২৯ মিটার দূরে পাঠিয়ে।
২০১৮ সালে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মহাতারকা নীরজ চোপড়া এশিয়াডে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছিলেন জ্যাভলিনে। এদিন অন্নু দ্বিতীয় ভারতীয় হিসেবে এই ইভেন্ট থেকে সোনা জিতে ইতিহাস লিখলেন। এদিন অন্নু প্রথম থ্রোয়ে ৫৬.৯৯ মিটার ছুড়েছিলেন। এরপর তাঁর থ্রো ৬১.২৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিল। তৃতীয় থ্রোয়ে অন্নু ৫৯.২৪ মিটার ছুড়েছিলেন। চতুর্থ থ্রোয়ে অন্নুর জ্যাভলিন ৬২.৯২ মিটার স্পর্শ করে। এরপর অন্নু ৫৭.৬৬ মিটার ছুড়েছিলেন। তারপর করে ফেলেন ফাউল। কিন্তু চতুর্থ থ্রোয়েই সোনা নিশ্চিত করে ফেলেছিলেন দেশের মেয়ে।
গতকাল এশিয়ান গেমসে সাতটি পদক আসলেও সোনা জিততে পারেনি ভারত। তবে এদিন সোনার দরজা খুলে দেন দৌড়বিদ পারুল চৌধরি। মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়ে সোনার পদক গলায় ঝুলিয়েছেন তিনি। পারুল সোনা জয়ের এক ঘণ্টার মধ্যেই অন্নু জিতলেন সোনা। দেশের দুই কন্যাই এনে দিলেন সোনা। এখনও পর্যন্ত হাংঝাউ থেকে ভারতের ঝুলিতে এসেছে ১৫টি সোনার পদক। ২৬টি রুপো ও ২৮টি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। মোট ৬৯টি পদক চলে এল ভারতের সংগ্রহে। পদক তালিকায় চারে ভারত।