ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা। সংগঠন মজবুত করার লক্ষ্যে বিপ্লব দেব ইস্তফা দিতেই মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম ঘোষণা করল নেতৃত্ব। মানিক সাহা বিধায়ক নন। ত্রিপুরা বিজেপির সভাপতি। ফলে তিনি মুখ্যমন্ত্রী হলেও তাঁকে আগামী ছ’মাসের মধ্যে উপনির্বাচনে জিততে হবে। এই মুখ্যমন্ত্রীর দৌড়ে মানিক সাহা ছাড়াও এগিয়ে ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা।

কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মানিক সাহা। মাত্র দু’মাস আগে রাজ্যসভার সাংসদ হয়েছেন মানিক সাহা। শনিবার বিজেপির দুই কেন্দ্রীয় নেতা বিনোদ তাওড়ে ও ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বৈঠক করে বিজেপি পরিষদীয় দল। সেখানেই মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এই সিদ্ধান্তের পরেই মানিক সাহাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান বিপ্লব দেব।

বিপ্লব দেবের ইস্তফার পরে মুখ্যমন্ত্রী হিসেবে বেশ কয়েকজনের নাম সামনে এসেছিল। তবে, সবাইকে পিছনে ফেলে মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম কেন এল? বিশেষজ্ঞ মহলের মতামত, বিপ্লব দেবকে নিয়ে দলের মধ্যেই অসন্তোষ দেখা যায়। তাই বিপ্লবকে রেখেই আগামী বছর বিধানসভার ভোটে যাওয়াটা আখেরে ক্ষতিকর হবে বুঝতে পেরেই মেয়াদ শেষ হওয়ার ১০ মাস আগেই তাঁকে সরিয়ে দেওয়া হল। দায়িত্ব পেলেন মানিক সাহা।