অতিভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা

বিগত দু তিনদিন ধরে অতিভারী বৃষ্টির কারণে বেসামাল পরিস্থিতি হয়েছে রাজ্যের বেশ কিছু জায়গায়৷ রাজ্যের মধ্যে সব চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে৷ ইতিমধ্যেই অতিবৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে প্রাণ হারিয়েছেন ১৬ জন৷ এবার মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদের পরিবারের ক্ষতিপূরণের ঘোষণার পাশাপাশি ওই জেলাগুলিতে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রীদের দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, দুর্গতদের কাছে ত্রাণসামগ্রী দ্রুত পৌঁছে দেওয়ারও নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে এলাকায় গিয়ে নজরদারি চালাতে হবে বলেও নির্দেশ তাঁর৷ দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান ও বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জল থৈ থৈ অবস্থা৷

উল্লেখ্য, সোমবারই ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। আপাতত পঞ্চায়েতমন্ত্রী সেই জেলাতেই রয়েছেন। সেই সঙ্গে, মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর আগামী কয়েক দিন প্লাবিত জেলাগুলি পরিদর্শন করবেন সেচমন্ত্রীও। মঙ্গলবার হাওড়া জেলার উদয়নারায়নপুর এবং আমতায় যেতে পারেন তিনি। বুধবার যাবেন হুগলি জেলার খানাকুলে।