৮০ লক্ষ্য পরিবারকে বাড়ি দেওয়ার ঘোষণা

নতুন বাজেট অধিবেশনের বড় ঘোষণা৷ করোনা পরিস্থিতিতে টালমাটাল অথর্নীতি, বেকারত্ব, আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির মধ্যে কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ যে ভাবে শিক্ষা, স্বাস্থ্য থেকে জীবন ও জীবিকার উপর করোনার প্রভাব পড়েছে, সেই পরিস্থিতিতে এই বাজেট নিশ্চিতভাবেই মোদী সরকারের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ৷ 

এদিন অর্থমন্ত্রী বলেন, আমরা প্রথম থেকেই সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করি৷  মানুষের পাশে থেকেছে সরকার৷ ২০২২-২৩ এর বাজেটে ৮০ লক্ষ পরিবারের মাথায় ছাদ তৈরি করা হবে৷ তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২০২২-২৩-এ বাড়ি পাবেন ৮০ লক্ষ পরিবার। এর জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথ ভাবে করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ২০২২-২৪ এর জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানান, ২০২২-এ প্রতিটি পোস্ট অফিস কোর ব্যাঙ্কিং করতে পারবে। দেড় লক্ষ পোস্ট অফিসকে ব্যাঙ্কিং ব্যবস্থার অধীন আনা হল। এই পোস্ট অফিসগুলিতে নেট ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং, এটিএমের সুবিধা পাওয়া যাবে। মূলত করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দেশের আর্থিক অবস্থা টালমাটাল হয়েছে। মূল্যবৃদ্ধি মাথাচাড়া তো দিয়েইছে, আবার আর্থিক সমীক্ষাতেও বলা হয়েছে, মূল্যবৃদ্ধি আগামী দিনে চিন্তার কারণ। খাদ্যপন্যের দাম কমছে না, জ্বালানির দামে বৃদ্ধি ক্রমাগত, অন্যদিকে, কোভিড আবহে নতুন করে দেশে ব্যবসা-বাণিজ্যে ফের বাধা আসবে কিনা, সেটাই প্রশ্নের। সব মিলিয়ে একটা কঠিন সময়ের মধ্যেই বাজেট পেশ হচ্ছে।