২ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। সূত্রের খবর, কারা কারা ভোট দিতে পারবেন সে বিষয়ে আগামী ২৫ জানুয়ারি দলের পক্ষ থেকে যাবতীয় বিষয় জানানো হবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তবে স্বাভাবিকভাবেই ভোট হবে না তৃণমূল চেয়ার পার্সন পদে।
এদিন সাংবাদিক সম্মেলন করে পার্থবাবু বলেন, “দলের সঙ্গে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সভাপতি সুব্রত বক্সির সঙ্গে আলোচনার পর সেই আলোচনার ভিত্তিতে ঘোষণা করা হচ্ছে, আগামী ২ ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হবে নেতাজি ইনডোরে।”
সাংবাদিক বৈঠকে তৃণমূলের মহাসচিবের পক্ষ থেকে জানানো হয়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প দলে নেই। তিনিই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদক করেছেন। এবার নির্বাচন বাকি পদের জন্য হবে।”
সাধারণত পাঁচ বছর বা তিন বছর পরপর ভোট হয়। শেষ নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। ৫ বছর পর এবার সাংগাঠনিক নির্বাচন হবে। ভোটের পর্যবেক্ষক কারা, ভোট কারা দেবে তা এখনও নিশ্চিত নয়। পরবর্তী সময় এই তালিকা তৈরি হবে বলে জানিয়েছেন পার্থবাবু। ২৫ জানুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা ঘোষিত হবে। মহাসচিব আরও জানান, দক্ষ যারা হবে তারাই হবে ভোটার