আর্থিক পুরস্কারের ঘোষণা রাজ্য সরকারের তরফে

খেলার জগতে বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে। উদ্বোধনী মেয়েদের টি-২০ বিশ্বকাপ (অনূর্ধ্ব ১৯) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করেছেন, ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন বানানো কোচিং স্টাফরা এবং দলের সকল প্লেয়ারদের ৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। জানা গিয়েছে, দলে থাকা বাংলার তিন ক্রিকেটার রিচা ঘোষ, তিতাস সাধু ও ঋষিতা বসু সহ বোলিং কোচ রাজীব দত্তকে এককালীন ৫ লক্ষ টাকা করে দিয়ে রাজ্য সরকারের তরফে সম্বর্ধনা দেওয়া হবে।

ভারত বিশ্বকাপ জেতার পর টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছিলেন, “ভারতের অনূর্ধ্ব ১৯ মেয়েদের ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন। উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দুর্দান্ত জয়! এটা কেবল একটা শুরু, আমি নিশ্চিত যে ভারতের মেয়েরা সামনের দিনগুলিতে আরও সাফল্য অর্জন করবে এবং উচ্চতার শিখরে পৌঁছে যাবে।” এদিকে অনগ্রসর শ্রেণীভুক্ত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুবিধায় যে ‘মেধাশ্রী’ নামে প্রকল্পে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার সেই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে।