উত্তরবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সম্মেলনের দিনক্ষণ ঘোষনা

কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের তরফে শনিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সম্মেলনের কথা ঘোষনা করা হলো। আগামী ৫ ই মার্চ শিলিগুড়ির বিধান রোডের এক ভবনে এই সম্মেলনের দিন ঠিক হয়।

এই সম্মেলনে প্রায় ৭০০০ জন প্রতিনিধি অংশগ্রহন করবে বলে জানান উত্তরবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূলের জয়েন্ট কনভেনর প্রসেনজিৎ রায়।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ বাবু জানান, কৃষিজীবি মানুষের সার্বিক অবস্থা, কেন্দ্রের বঞ্চনা এবং সংগঠনের নীতি নির্ধারণের পাশাপাশি লোকসভা নির্বাচনে এই সংগঠনের ভূমিকা নিয়ে ওই সম্মেলনে আলোচনা করা হবে। এছাড়াও সংগঠনকে মজবুত করতে যা যা করণীয় তাও আলোচিত হবে উত্তরবঙ্গ সম্মেলনে।

এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দুলাল দেবনাথ, দিলদার হোসেন, নারায়ণ ছেত্রী, তৃণমূল ক্ষেত মজুর সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক অসীম শিকদার সহ অন্যান্য নেতৃত্ব।