বেতন ফেরালেন মন্ত্রীর মেয়ে অঙ্কিতা! কত টাকা?

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল কলকাতা হাইকোর্ট। এমনকী ফেরত দিতে বলা হয়েছিল ৪৩ মাসের বেতন। সেই নির্দেশ অনুযায়ী আজ হাইকোর্টে প্রথম কিস্তি জমা দিলেন অঙ্কিতা। জানা গেছে, প্রথম কিস্তিতে তিনি ফেরত দিয়েছেন ৭ লক্ষ ৯৪ হাজার টাকা। বাকি টাকাও ঠিকমতো দিয়ে দেবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রীর কন্যা।

মেয়েকে অবৈধভাবে চাকরিতে নিয়োগ করেছিলেন পরেশ, চার্জশিটে অভিযোগ ছিল তেমনটাই। এমনকী অঙ্কিতা পরীক্ষায় যোগ্যতা মানের নম্বরই তুলতে পারেননি। তা সত্ত্বেও কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে ৪৩ মাস পড়িয়েছিলেন তিনি। সিবিআইয়ের চার্জশিটে এই অভিযোগ উঠতেই অঙ্কিতাকে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৪৩ মাস চাকরিতে যে বেতন পেয়েছেন, তার সমস্ত অর্থ হাইকোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ৭ জুন এবং ৭ এপ্রিল দুই কিস্তিতে টাকা ফেরত দিতে বলেন বিচারপতি। আজ সেই প্রথম কিস্তিতে ফেরত দিলেন অঙ্কিতা।