হাসপাতালে ভর্তি মৃত আনিস খানের ভাই, হামলার অভিযোগ

চলতি বছরই ছাত্র নেতা আনিস খানের মৃত্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কলকাতা জুড়ে। বেশ কিছুটা সময় কেটে গেলেও ছাত্র নেতা ঘটনায় এখনও বিতর্ক বহাল। ক্ষোভ এখনও আছে মানুষের কারণ সেই স্মৃতি এখনও রাজ্যের কাছে দগদগে।

এরই মধ্যে এবার তাঁর ভাইয়ের ওপর হামলার ঘটনার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, আক্রান্ত হয়েছেন আনিস খানের খুড়তুতো ভাই সলমন। তাঁর ওপর ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এই সলমন আনিস খান হত্যার অন্যতম সাক্ষী।

আনিসের পরিবারের বক্তব্য, ভাইয়ের মৃত্যুর পর থেকে সলমনকেই এগিয়ে আসতে দেখা গিয়েছে। সে ওই হত্যার ঘটনার অন্যতম সাক্ষী। তাই হয়তো তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। আসলে ঘটনাটি কী ঘটেছে?

জানা গিয়েছে, বাড়িতে ঢুকে সলমনের ওপর হামলা চালানো হয়েছে। মাথার পিছন দিক থেকে ধারাল অস্ত্রের কোপ মারা হয়। তার জেরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এরপরই তাঁর স্ত্রী চিৎকার করে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আপাতত উলুবেরিয়া মহকুমা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন সলমন।