আবারো ময়না তদন্তের নির্দেশ আনিস কান্ডে

মহানগরীতে এই মুহূর্তে তোলপাড় কান্ড আনিস হত্যা কান্ডের কারণে। ছাত্র নেতা আনিস খানের মরদেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চেয়েছিল সিট। কিন্তু আনিসের পরিবার তার বিরোধিতা করেছিল। বলা হয়েছিল, আদালতের নির্দেশ না আসা পর্যন্ত তারা সিটকে দেহ নিতে দেবে না। তবে কলকাতা হাইকোর্ট ভরসা রাখল সিটেই। দ্বিতীয়বার আনিসের দেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। তবে আছে আরও বেশ কিছু নির্দেশ।

এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, নতুন সিট গঠন করা হবে। যাঁরা আছেন তাঁদের সঙ্গে আরও সাত জন পুলিশকে বিভিন্ন বিভাগ থেকে যুক্ত করা হচ্ছে। এছাড়া বলা হয়েছে, সিট সঠিক তদন্ত করছে কিনা তা আদালত নজরদারি করবে। ওদিকে  যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের পরামর্শ নিতে হবে সিটকে, এমনটাও জানান হয়েছে। দ্বিতীয়বার আনিসের দেহের ময়নাতদন্তের নির্দেশ দিয়ে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেট নয় জেলা বিচারকের উপস্থিতিতে হবে এই কাজ। আর ময়নাতদন্তের ভিসেরা জেলা জজ তদারকি করবেন। তিনি সিদ্ধান্ত নেবেন কারা কারা এবং কখন ময়নাতদন্তে উপস্থিত থাকবেন। যত দ্রুত সম্ভব ময়নাতদন্তের রিপোর্ট জমা দিতে হবে সিটকে।

একই সঙ্গে হাইকোর্টের আরও নির্দেশ, বিশেষজ্ঞ আই টি’কে দিয়ে মোবাইল ফোনের তথ্য বার করতে মোবাইল ফোন সি এস এফ এল হায়দ্রাবাদে পাঠাতে হবে। মোবাইল ফোন আনিস খানের বাবার কাছ থেকে সিট সি এস এফ এল হায়দ্রাবাদ নিয়ে যাবে নিজের দায়িত্বে। ডিজিটাল তথ্য সমস্ত সি এস এফ এল কপি সুরক্ষিত রাখতে হবে। সমস্ত তথ্যের কপি মামলাকারিকে দিতে হবে। আদালতের ধারণা, এই ঘটনায় কেউ তথ্য নষ্ট করতে পারে।