এবার পথ কুকুর ও বিড়ালদের লাইগেশন করার কর্মসূচি গ্রহণ করলো প্রাণী সুরক্ষা সংস্থা

পথ কুকুর ও বিড়ালদের জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে লাইগেশন করার কর্মসূচি গ্রহণ করলো মালদার একটি প্রাণী সুরক্ষা সংস্থা। বুধবার সকালে এঞ্জেল পস্ অফ গাজোল নামে ওই সংস্থার তরফ থেকে পথ কুকুর ও বিড়ালদের লাইগেশন করার ক্ষেত্রে একটি কর্মসূচি গ্রহণ করা হয়।

উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তাপসী বিশ্বাস, সম্পাদক তপতী বিশ্বাস, কোষাধক্ষ্য রুপম প্রসাদ সহ অন্যান্য সদস্যরা।এঞ্জেল পস্ অফ গাজোল নামক ওই প্রাণী সুরক্ষা সংস্থার সভাপতি তাপসী বিশ্বাস বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় পথ কুকুর-বিড়ালের অনেক বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে কখনো দুর্ঘটনার শিকার হতে হয়। কেউ আবার বিষ খাইয়ে মারছে।

অত্যাচারের শিকার হচ্ছে এই ধরনের পথ জন্তুরা।সেক্ষেত্রে তাদের জন্মনিয়ন্ত্রণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন বেশ কয়েকটি পথ কুকুর ও বিড়ালের লাইগেশন করা হয়েছে। আগামী দিনে এই ধরনের কর্মসূচি চলবে। তাহলে পথ জন্তুদের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে।