তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ভাঙচুর করা হল অঙ্গনওয়াড়ি কেন্দ্র

তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। আর এর জেরেই ভাঙচুর করা হল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এছাড়াও, যুব তৃণমূল কর্মীর বাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। যুব তৃণমূল করার অপরাধে ওই কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার উত্তর ভাঙনখালি গ্রামের মোল্লাপাড়ায়। এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন দলীয় নেতৃত্ব। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় ওই আইসিডিএস কেন্দ্রে। ভেঙে নিয়ে যাওয়া হয় টিউবওয়েল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার উত্তর ভাঙনখালি গ্রামের মোল্লা পাড়ায়। এলাকার যুব তৃণমূল কর্মী মকলেস মোল্লার জায়গায় আইসিডিএস কেন্দ্র তৈরি হওয়ার কারণে সেই কেন্দ্রে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এছাড়াও এলাকার বেশ কয়েকটি যুব তৃণমূল কর্মীর বাড়িতেও ভাঙচুর করা হয়। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা তথা কাঠালবেরিয়া অঞ্চল সভাপতি মোজাম্বেল সর্দারের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন মোজাম্বেল। তিনি বলেন সরকারি আইসিডিএস কেন্দ্রের টিউবওয়েল থেকে জল নিয়ে জমি চাষ, পোল্ট্রি ফার্মে জল দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা সেই ঘটনার প্রতিবাদ করার কারণে নিজেরাই এই আইসিডিএস কেন্দ্রে ভাঙচুর করে। তাঁরা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করছেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।