দাবিপূরণের আশায় পথে নামল আন্দোলন শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চ

পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে শিলিগুড়ি শহরে শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে ‘শিক্ষা বাঁচাও-পশ্চিমবঙ্গ বাঁচাও’ শীর্ষক বিশাল জনসমাবেশের ডাক দেওয়া হয়। এদিনের মিছিলটিতে উত্তরবঙ্গের আটটি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পশ্চিমবঙ্গের প্রদেশ কমিটির সদস্য বাপি প্রামানিক জানান,পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার আজ বিভীষিকাময় অবস্থা। রাজ্যের গণতন্ত্রহত্যা থেকে শুরু করে রাজনৈতিক হত্যা, আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি এবং জাতির মেরুদণ্ড তথা শিক্ষা-সংস্কৃতির পরিসরকে কর্দমাক্ত বধ্যভূমিতে পরিণত করেছে পূর্বতন বাম ও বর্তমান তৃণমূল রাজ্য সরকার। এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের দাবি জানিয়ে একাধিক দাবি নিয়ে পথে নেমে আন্দোলন শুরু করে শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চ।