উদ্বোধন হলো ঐতিহ্যবাহী রাস মেলার। মেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রাস মেলার উদ্বোধনী মঞ্চে তৃণমূলের একঝাঁক নেতৃত্বদের মাঝে দেখা গেল দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ কে। যেখানে তৃণমূল কংগ্রেস পৃথক রাজ্যের দাবীকে কোনভাবেই সমর্থন করে না সেখানে অনন্ত মহারাজের উপস্থিতি স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনার।বিগত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে অনন্ত মহারাজকে সরাসরি ভাবে বিজেপির হয়ে নির্বাচনী প্রচার করতে দেখা গিয়েছিল বিভিন্ন মঞ্চে। আগা গড়াই পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছেন অনন্ত মহারাজ।
কয়েকদিন আগেও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে গিয়ে বৈঠক করেন অনন্ত মহারাজ। এবং বৈঠক শেষে পরিস্কার ভাষায় জানান পৃথক রাজ্য হতে শুধু সময়ের অপেক্ষা। তারপরেও অনন্ত মহারাজের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের কাছে ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা পাঠান। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এবার রবীন্দ্রনাথ ঘোষের আমন্ত্রণে রাসমেলার উদ্বোধনী মঞ্চে অনন্ত মহারাজ।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনন্ত মহারাজ কে বিভিন্নভাবে কাছে টানার চেষ্টা করলেও এদিনের রাস মেলার উদ্বোধনী মঞ্চ থেকে নেমেই তিনি পরিস্কার ভাষায় জানিয়ে দেন কোন শাসক দলের ধারে কাছে নেই তিনি। রাস মেলা একটি ধর্মীয় অনুষ্ঠান তাই তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অনন্ত মহারাজের এই বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন এখনও তার সমর্থন বিজেপির সঙ্গেই রয়েছে।অনন্ত মহারাজের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনের বৈতরণী পার করতে চাইলেও তা সফল হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। অনন্ত মহারাজের এই বক্তব্যের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের কর্মীরাই একমাত্র ভোটকেচার। তারা যদি একসঙ্গে থাকে তাহলে আর অন্য কারো ভোটের প্রয়োজন নেই।