কেন্দ্রীয় সরকারের ওয়াই ক্যাটাগরী নিরাপত্তা নিয়ে কোচবিহার বড়গিলা রাজবাড়ীতে ফিরলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ। প্রসঙ্গত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রত্যক্ষভাবে বিজেপি’কে সাহায্য না করলেও পরোক্ষভাবে তিনি বিজেপিকে সাহায্য করেছিলেন অনন্ত রায় (মহারাজ) পন্থীর গ্রেটার সমর্থকরা। সেই কারণেই উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছে বিজেপি অনেকে এমনটা মনে করেন। যদিও তারা রাজ্যে সরকার গঠন করতে সক্ষম হয়নি।
এরপর দীর্ঘদিন জনসমক্ষে না এলেও কোচবিহার বড়গিলা রাজবাড়ীতে থাকাকালীন অনন্ত রায়ের (মহারাজের) সঙ্গে বেশ কয়েকবার কোচবিহার জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি তথা প্রাক্তন উন্নয়ন মন্ত্রী এবং বর্তমান রাজ্য তৃণমূল সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ দেখা করতে গিয়েছিলেন। সেই সময় এই বিষয় নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি অনন্ত রায় বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে এগোচ্ছেন। বিশেষ করে এই প্রশ্ন আরও প্রবল হয়ে ওঠে, যখন তিনি গোসানিমারির কামতেস্বরী মন্দিরে পুজো দিতে যান। কারণ সে সময় তিনি তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সঙ্গে দেখা করেন এবং তার নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিল রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ নিযুক্ত থাকা নিয়েও রাজনৈতিক মহলে সেই সময় অনন্ত রায়ের দলবদল নিয়ে ব্যাপক গুঞ্জন ওঠে।
ব্যাপারটা পরিষ্কার হয় যখন তিনি দিল্লীতে গিয়ে কোচবিহার জেলার সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের সাথে দেখা করেন এবং তার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, গ্রেটার নেতা অনন্ত রায় (মহারাজের) সাথে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অন্যতম নেত্রী নমিতা বর্মনও দিল্লী গিয়েছিলেন। দিল্লী থেকে ফেরার সময় তাকে কেন্দ্রীয় সরকারের ওয়াই ক্যাটাগরী নিরাপত্তা দেওয়া হয়। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সূত্র মারফত এমনটাই জানানো হয়েছে।