বিজেপি পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ পদের প্রার্থী হলেন অনন্ত মহারাজ,কটাক্ষ তৃণমূলের

বিজেপি পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ পদের প্রার্থী হলেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের নাম ঘোষণা হতেই কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনন্ত মহারাজ। আজ সকালেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। গতকাল বিকেলে অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। সেই সময় অনন্ত মহারাজ জানিয়েছিলেন তাকে প্রস্তাব দেওয়া হয়েছে। এবং সেই প্রস্তাবে তিনি রাজি হয়েছেন। তারপরই আজ তার নাম ঘোষনা করে বিজেপি। অনন্ত মহারাজ দীর্ঘদিন অরাজনৈতিক সাংগঠনিকভাবে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করেছেন।এবার বিজেপির রাজ্যসভার প্রার্থী হতেই শুরু হয়েছে জল্পনা। তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিকভাবে সমালোচনা করেন তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়।