রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান করেছেন অনন্ত আম্বানি

সদ্যই ছিল অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বাগদান। সেই সূত্রেই অম্বানি পরিবারে বসেছিল চাঁদের হাট।শাহরুখ খান, গৌরী খান থেকে অক্ষয় কুমার, জাহ্নবী কপূর, বরুণ ধবন, ঐশ্বর্য রাই বচ্চন, কর্ণ জোহর এবং বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন সেখানে। হাই প্রোফাইল এই বাগদান অনুষ্ঠানে চোখ ফেরানো যাচ্ছিল না কোনও তারকার দিক থেকেই।

অনন্ত ও রাধিকার বাগদানে সমস্ত তারকাদের মধ্যে থেকে নজর কেড়ে নিলেন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। কালো রঙের ডিজাইনার শেরওয়ানি এবং লাল জমকালো শাড়িতে অসাধারণ লাগছিল বলিউডের এই জনপ্রিয় দম্পতিকে।নেট দুনিয়ায় রণবীর- দীপিকার ছবি পোস্ট হতেই তাতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। দুই তারকাকে বলিউডের ‘সেরা জুটি’ বলেও উল্লেখ করেছেন অনেকে।

কোনও অনুরাগী কমেন্ট করেছএন, ‘দীপিকা পাড়ুকোনই বলিউডের একমাত্র নায়িকা, যাঁকে রাজকীয় লাগে।’ আবার কেউ লিখছেন, ‘দীপিকা যদি ওর নিজের বিয়েতে এই পোশাক পরতেন, তাহলে আরও ভালো লাগত।’