৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক বৃদ্ধ

ছবছরের শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগে প্রতিবেশী দাদুকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি মহিলা থানার পুলিস। মিষ্টি কিনে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে যৌন হেনস্তা করে বলে অভিযোগ।

জলপাইগুড়ি মহিলা থানা সূত্রে খবর নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। তারই ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।