কলকাতার রাস্তায় হৃদ্‌রোগে আক্রান্ত এক বৃদ্ধ

চলন্ত গাড়িতে কলকাতার রাস্তায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন  এক বৃদ্ধ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পুলিশ। পুলিশের সাহায্যে ওই বৃদ্ধের প্রাণ বেঁচেছে। পুলিশ সূত্রে খবর,  বৃদ্ধের নাম বিশ্বনাথ দাস। বয়স ৬০ বছর। প্রাক্তন সরকারি কর্মচারী তিনি।

সোমবার বিকেল ৫টা নাগাদ ব্যক্তিগত গাড়ি করে  হাওড়া ব্রিজ সংলগ্ন ব্রেবোর্ন রোড সেতুর উপর দিয়ে যাচ্ছিলেন বিশ্বনাথ এবং তাঁর স্ত্রী। আচমকা সেতুর উপরেই হৃদ্‌রোগে আক্রান্ত হন বিশ্বনাথ। মাঝরাস্তায় গাড়ি থামিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তাঁর স্ত্রী।খবর পেয়েই ঘটনাস্থলে যান হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের অফিসার শৌভিক চক্রবর্তী।

তিনি এসে সঙ্গে সঙ্গে বিশ্বনাথকে নিজের গাড়িতে তুলে সাত মিনিটের মধ্যে পৌঁছে দেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালে উপযুক্ত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ওঠেন বিশ্বনাথ। মঙ্গলবার তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে।চিকিৎসকেরা জানিয়েছেন পুলিশের তৎপরতা না থাকলে বৃদ্ধকে হয়তো বাঁচানো যেত না।