ট্রেনে কেটে মৃত্যু হলো এক বৃদ্ধের

কোচবিহার:- ট্রেনে কেটে মৃত্যু হলো এক বৃদ্ধের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার ঘুঘুমারি তোরসা ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে এদিন ঘুঘুমারি তোর্সা ব্রিজ সংলগ্ন এলাকায় রেললাইন পারাপারের সময় দিনহাটাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।

বৃদ্ধের নাম নজর আলী এবং তিনি কোচবিহার হরিণ চওড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।