পর্যটকের সংখ্যা বাড়লে স্থানীয় অর্থনীতি লাভবান হবে

ছুটি পেলেই ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়। কিন্তু, পর্যটন কেন্দ্র হিসেবে এখনও সেভাবে ‘জনপ্রিয়’ না হওয়া কোনও জায়গায় গিয়েছেন? এবার দেশের এমনই ৪০টি স্থানকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তার মধ্যে উত্তর পূর্ব ভারতের ৬টি রাজ্যের ৮টি কম-পরিচিত পর্যটন কেন্দ্র রয়েছে। আর এই পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজাতে প্রায় ৮০০ কোটি টাকা খরচ করছে কেন্দ্র। চলতি সপ্তাহেই কেন্দ্রের ডিপার্টমেন্ট অব এক্সপেন্ডিচার এই প্রকল্পে অনুমোদন দিয়েছে। উত্তর-পূর্ব ভারতের ৬ রাজ্য-মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, সিকিম এবং ত্রিপুরার আটটি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানো হবে। মোট বরাদ্দের ৬৬ শতাংশ প্রথম ধাপে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যগুলি সরাসরি সেই টাকা পাবে। গোটা প্রকল্পে নজরদারি চালাবে পর্যটন মন্ত্রক। পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজাতে রাজ্যগুলিকে ২ বছর সময় দেওয়া হয়েছে। ২০২৬ সালের মার্চের মধ্যে বরাদ্দ পেয়ে যাবে রাজ্যগুলি।

সিকিমের নাথুলাকে ঢেলে সাজাতে ৯৭.৩৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ত্রিপুরার গোমতীর ৫১ শক্তি পীঠ পার্কের জন্য ৯৭.৭ কোটি টাকা, মণিপুরের লোকটাক লেকের জন্য ৮৯.৪৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গুয়াহাটিতে অসমের রাজ্য চিড়িয়াখানার জন্য ৯৭.১২ কোটি টাকা বরাদ্দ হয়েছেদেশের ২৩টি রাজ্যে মোট ৪০টি পর্যটন কেন্দ্র সাজানো হবে। এর জন্য খরচ হবে ৩ হাজার ২৯৫ কোটি টাকা। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত একথা জানিয়েছেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে পর্যটনের প্রসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি এইসব স্থানে পর্যটকের সংখ্যা বাড়লে স্থানীয় অর্থনীতি লাভবান হবে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত এক দশকে রাজ্যে ২০৫ শতাংশ পর্যটকের সংখ্যা বেড়েছে।