করোনার দাপটের মাঝেই ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড়। আগামী বুধবার দুপুরে পারাদ্বীপ ও সাগরের মধ্যে আছড়ে পড়তে পারে। এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে পূর্ব উপকূলের তিন রাজ্য – বাংলা, ওড়িশা, অন্ধ্র। এ নিয়ে এবার তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপালের সঙ্গেও ভিডিয়ো বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে মূলত এই ঝড় মোকাবিলা নিয়ে বিশদে পর্যালোচনা করবেন অমিত শাহ।
বিশেষত বাংলা এবং ওড়িশায় যশের তাণ্ডবলীলা সবচেয়ে বেশি চলবে বলে আগাম পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। এই অবস্থায় তিন রাজ্য নিয়ে সতর্ক কেন্দ্রও। তবে তাৎপর্যপূর্ণভাবে, এই বৈঠকে থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর বদলে রাজ্যে প্রতিনিধি হিসেবে থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোভিড বৈঠক একেবারেই আশানুরূপ না হওয়ায় তিনি অমিত শাহর সঙ্গেও আলোচনায় বসতে চাইছেন না বলে মত অনেকের। প্রথমে তাই ঠিক হয়। কিন্তু পরে আবার মত বদলে বৈঠকে উপস্থিত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার বিপর্যয় মোকাবিলায় সবকটি বিভাগের সঙ্গে বৈঠক করে উদ্ধারকারী দলগুলিকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদ্যুৎ, টেলিকম বিভাগের আধিকারিকরা। ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য কী কী পদক্ষেপ করা হয়েছে, তা খতিয়ে দেখেন তিনি। ইতিমধ্যেই সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে ৪৩টি বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস।