শরীরে পোকার কারণে মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে একটি হাতি

দীর্ঘ বেশ কিছুদিন থেকে অসুস্থ অবস্থায় চলাফেরা করছে বৈকন্ঠপুর ফরেস্টে একটি হাতি। তার পা ও লেজের কাছে ক্ষত রয়েছে। যার ফলে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে সেই মস্ত হাতির। ঘায়ের জায়গাতে ধরেছে প্রচুর পোকা। সেই প্রকার জ্বালা মেটাতে বৈকন্ঠপুর সংলগ্ন আপাল চান নদীতে জলে শুয়ে নিজের শরীরের জালাজন্ত্রনা মেটাবার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই পরিস্থিতি চলছে বলে এলাকাবাসীদের দাবি।

এলাকাবাসীরা জানান এভাবে যদি আর বেশিদিন থাকে তবে হয়তো মারা যেতে পারে। খুব দ্রুত চিকিৎসা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। যদিও বৈকন্ঠপুর বনদপ্তরের কর্মীরা ইতিমধ্যে নদীর তীরে পৌঁছেছেন। হাতির খাবার দাবারের ব্যবস্থা তারা করছেন। কিন্তু চিকিৎসা এখন কতদূর কি হবে সেটাই এখন দেখার বিষয়।

তবে বনদপ্তরের কর্মীরা ঘোড়ার ফলে উপস্থিত হয়েছেন। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে এলাকার এ ডি এফ ও,  মনজুলা তীরকিকে ফোন করা হলে তিনি জানেন হাতির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেই সময় দুটো হাতি একসঙ্গে থাকায় চিকিৎসা করা সম্ভব হয়নি পরবর্তীতে বিষয়টি হায়ার অথরিটিকে জানানো হয়েছে এখন যা করার তারাই করবেন।