পুজোয় অনুদান বৃদ্ধি নিয়ে এবার রাজ্যের কাছে হলফনামা চাওয়া হলো হাইকোর্টের তরফে

পূর্ব অনুমানকে সত্যি করে, দুর্গাপুজো অনুদান বাড়ানো হলো চলতি বছর। রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ঘোষণার পরেই ব্যাপক সমালোচনা শুরু হয় এবং কলকাতা হাইকোর্টে পরপর তিনটি মামলা করা হয়। সেইসব মামলার শুনানিতেই রাজ্য সরকারের কাছ থেকে হলফনামা চাইল আদালত। পুজো কমিটিগুলিকে কেন ৬০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে, তার স্পষ্ট কারণ রাজ্যকে জানাতে হবে। এই হলফনামা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

মামলাকারীদের একাধিক প্রশ্ন ছিল এই মামলাগুলি করার প্রেক্ষিতে। দুর্গাপুজোয় সরকারি টাকা কেন দেওয়া হবে, মহার্ঘ ভাতা না দিয়ে কেন অনুদান দেওয়া হচ্ছে, এইসব প্রশ্ন তোলা হয়েছিল। সোমবার এই সংক্রান্ত জনস্বার্থ মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

আদালত রাজ্যের কাছে জানতে চেয়েছে এই অনুদানের বিষয়ে এবং নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা দেওয়ার জন্য। রাজ্য সরকারকে স্পষ্ট করে জানাতে হবে, কেন এই অনুদান দেওয়া হচ্ছে। যদিও রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, এই ব্যাপারে কোনও বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি।

এদিকে বিরোধীপক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, পুজো কমিটিগুলিকে বৈঠকে ডেকে এই অনুদানের ঘোষণা করা হয়েছে। এমনকি এতদিনে সেই অনুদান দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

এই পরিপ্রেক্ষিতেই চটজলদি কলকাতা হাইকোর্ট রাজ্যের থেকে হলফনামা চেয়েছে। প্রসঙ্গত, ৬০ হাজার টাকা অনুদানের পাশাপাশি বিদ্যুৎ বিলেও মিলবে ছাড়, এমনও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ বিলে যেন ৬০ শতাংশ ছাড় দেওয়া হয় সেই অনুরোধ কলকাতা এবং স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডকে করা হয়েছে, জানান তিনি।