অ্যামওয়ে ইন্ডিয়ার ‘প্যাসন কো দো পোষণ’ ক্যাম্পেন

দেশের অন্যতম অগ্রণী এফএমসিজি ডাইরেক্ট-সেলিং কোম্পানি অ্যামওয়ে ইন্ডিয়া লঞ্চ করেছে একটি নতুন ক্যাম্পেন – ‘প্যাসন কো দো পোষণ’। এতে রয়েছেন অ্যামওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও অলিম্পিয়ান সাইখম মিরাবাই চানু।

ডিজিটাল ফিল্মটি অ্যামওয়ের ডিজিটাল প্লাটফর্মগুলিতে প্রচারিত হচ্ছে, যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও লিংকডইন। এই ক্যাম্পেনের অঙ্গ হিসেবে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব ভিত্তিক নানারকম প্রচারেরও ব্যবস্থা করা হয়েছে ‘অ্যামওয়ে ডাইরেক্ট সেলিং পার্টনার্স’ ও তাদের গ্রাহকদের মাধ্যমে।

এই ক্যাম্পেন প্রসঙ্গে সাইখম মিরাবাই চানু বলেন, তিনি ‘নিউট্রিলাইট ফ্রম অ্যামাজন’-এর সঙ্গে যুক্ত থাকতে পেরে সম্মানিত বোধ করছেন। ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে উদ্ভিদ-নির্ভর ‘নিউট্রিলাইট ফ্রম অ্যামাজন’ বিশ্বজুড়ে স্বীকৃত। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে তিনি শারীরিক সুস্থতা ও ‘হেলদি লাইফস্টাইল’কে গুরুত্ব দিয়ে থাকেন। তার নিজের ক্ষেত্রেও খেলোয়াড়ি মান বজায় রাখতে নিউট্রিলাইট তাকে পর্যাপ্ত পুষ্টি জোগায়।