শুভেন্দুকে ফোন করলেন অমিত শাহ!

তেরঙ্গা যাত্রায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, এরপরেই শুভেন্দুকে ফোন করেন অমিত শাহ। মিনিট দশেক কথা হয় তাঁদের মধ্যে। রাজ্যের বর্তমান পরিস্থিতির সম্পর্কে খোঁজ নেন তিনি। তবে এর পাশাপাশি কোনও বিষয়ে কথা হয়েছে কিনা তা জানা যায়নি।

উল্লেখ্য, শুক্রবার নন্দীগ্রামের তেখালি থেকে রেয়াপাড়া পর্যন্ত ১৮ কিলোমিটার মিছিল করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু, পুলিশ বাইক র‍্যালির অনুমতি না দেওয়ায়, মিছিল না করেই ফিরে যান বিরোধী দলনেতা। যার পরই পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপি নেতার। তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘পাকিস্তান নাকি যে তেরঙ্গা যাত্রায় অনুমতি লাগবে।’ ওই ঘটনায় ১৬ অগাস্ট আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন শুভেন্দু।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে হর ঘর তেরঙ্গা যাত্রায় রাজ্যের পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। যেখানে মিছিলে বাধা পেয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘নন্দীগ্রাম বিধানসভার ৮০০ জন হর ঘর তিরঙ্গা যাত্রায় সামিল হতে রাস্তায় নেমেছিলেন। কিন্তু যেহেতু পার্থ চট্টোপাধ্যায়অনুব্রত মণ্ডলরা জেলে গিয়েছেন, বিরোধী নেতাকে জব্দ করা যাচ্ছে না, নন্দীগ্রামে ভোটে হারার যন্ত্রণাও সঙ্গী, তাই সবকিছু মিলিয়ে দলদাস পুলিশকে দিয়ে মিছিল আটকাচ্ছে।’