বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই আবহেই এবার সরকারি কর্মচারীদের পদোন্নতির প্রক্রিয়া সহজ করল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের একাংশের সঙ্গে বৈঠক করে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
এতদিন পর্যন্ত কাজে যোগ দেওয়ার পর ৮, ১৬ ও ২৫ বছর পর প্রমোশন না হলেও CAS-এর সুবিধা পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবার সেই নিয়মে সরলীকরণ করে কাজে যোগ দেওয়ার ৮, ১৫ ও ২৪ বছরের মাথায় CAS-এর সুবিধা তারা। অন্যদিকে, সরকারি কর্মীদের পদোন্নতির সুযোগ বাড়ানোর জন্য সেকশন অফিসার থেকে শুরু করে অ্যাডিশনাল সেক্রেটারির মতো পদের সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে।
পদোন্নতির কারণে যেসব শূন্যপদ তৈরি হয়েছে সেগুলিও দ্রুত পূরণ করার চিন্তাভাবনা করা হচ্ছে। শুধু তাই নয়, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমের ক্ষেত্রেও নিয়মের বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। যারা হেলথ স্কিমের আওতায় ছিলেন তাদের জন্য ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা বাড়ানো হলো। পরিমান বাড়িয়ে এবার তা ২ লাখ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।