অ্যামাজনের রাখী স্টোর চালু হয়েছে ২০ আগস্ট থেকে

রাখীবন্ধন উৎসব ক্রমেই এগিয়ে আসছে। এজন্য অ্যামাজন-ডট-ইন তাদের বিশেষ রাখী স্টোর চালু করেছে। এই স্টোর ২০ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত খোলা থাকবে। এই সময়ে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের বিবিধ ক্যাটাগরির পণ্যসামগ্রীতে আকর্ষণীয় অফার ও ডিলের সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

অ্যামাজন রাখী স্টোর গ্রাহকদের তাদের নিজস্ব ধরণের চাহিদা অনুযায়ী লক্ষ লক্ষ পণ্যসামগ্রী থেকে উৎসবের কেনাকাটার সুযোগ এনে দিচ্ছে। যথেষ্ট চিন্তাভাবনা করে সাজানো এই স্টোর থেকে গ্রাহকরা নিজেদের বাড়িতে বসে তাদের ভাইবোনদের জন্য চমৎকার উপহার কেনাকাটা করতে পারবেন। ক্রেতারা ব্যক্তিগত হ্যাম্পার ও কম্বো, ঐতিহ্যবাহী ও ডিজাইনার রাখী, গিফট  কার্ড, গ্রুমিং প্রোডাক্ট, গ্রসারি ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী, হ্যান্ডব্যাগ, সুগন্ধি, ঘড়ি, পোশাক, বাদ্যযন্ত্র, ক্যামেরা, স্মার্টফোন, জুতা, খেলনা ও বোর্ড গেমস, নানারকম চকোলেট এবং আরও অনেক কিছু উপহারের জন্য বেছে নিতে পারবেন। উপহারের বস্তুর জন্য কেউ অ্যালেক্সাকে জিজ্ঞাসা করতে পারেন – ‘আলেক্সা, গিভ মী আ গিফট আইডিয়া ফর রাখী’ এবং রাখীবন্ধনের উপহার দেওয়া সহজ করার জন্য অ্যালেক্সার কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারবেন। এছাড়া, অ্যামাজন পে গিফট কার্ডও দেওয়া যেতে পারে উপহার হিসেবে।