প্রাইম সদস্যদের জন্য অ্যামাজনের প্রাইম ফ্রাইডে

গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের প্রাইম সদস্যদের জন্য ‘প্রাইম ফ্রাইডে’ ঘোষণা করল অ্যামাজন ইন্ডিয়া।  মাসব্যাপী উৎসব উদযাপনে অ্যামাজনের প্রাইম সদস্যরা ৭ অক্টোবর থেকে শপিং সহ  বিনোদনের ক্ষেত্রেও আশ্চর্যজনক অফার পাবেন। উল্লেখ্য, ৭  অক্টোবর মধ্যরাত থেকে এই অফার শুরু হবে। তারপরে মাসের প্রতি শুক্রবার এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল (জিআইএফ) চলাকালীন প্রাইম সদস্যরা বিশেষ অফার উপভোগ করতে পারবেন।

 প্রাইম ফ্রাইডে প্রতি শুক্রবার সেরা অফার নিয়ে আসবে। প্রাইম সদস্যরা স্মার্টফোন, কনজিউমার ইলেকট্রনিক্স, টিভি, অ্যাপ্লায়েন্স, অ্যামাজন ডিভাইস, ফ্যাশন, বাড়ি এবং রান্নাঘর, আসবাবপত্র সহ বিভিন্ন বিভাগে বিশেষ অফার  পাবেন। প্রাইম ফ্রাই ডে-তে পছন্দসই জিনিষপত্র কেনার জন্য গ্রাহকরা ইএমআই-এর সুবিধাও পাবেন। এছাড়াও  প্রাইম ফ্রাই ডে-তে রয়েছে এক্সক্লুসিভ ক্যাশব্যাক এবং বিনামূল্যে ডেলিভারি অফার সহ আরও অনেক কিছু।

প্রাইম ফ্রাইডেতে অ্যামাজনের প্রাইম সদস্যরা যাঁরা অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে সাইন আপ করবেন তাঁরা কেনাকাটার  ওপর ৫% ফেরত সহ ২,৫০০ টাকার পুরস্কারও পাবেন। প্রাইম মেম্বাররা ফ্লাইট টিকিটে ন্যূনতম ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন।