ফিরে এলো অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল

অ্যামাজন ইন্ডিয়ার বহুপ্রতীক্ষিত ‘গ্রেট রিপাবলিক ডে সেল’ শুরু হচ্ছে – ১৭ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। প্রাইম মেম্বাররা ১৬ জানুয়ারি থেকে ২৪ ঘন্টার ‘আর্লি অ্যাক্সেস’-এর সুবিধা পাবেন। এবারের সেল চলাকালীন বিক্রেতাদের হাজার হাজার পণ্যসামগ্রী থেকে নিজেদের পছন্দসই জিনিসপত্র কেনার সুযোগ পাবেন গ্রাহকরা।

গ্রেট রিপাবলিক সেলের সময়ে এসবিআই ক্রেডিট কার্ড ও ইএমআই মারফৎ লেনদেনে গ্রাহকরা বাড়তি ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এছাড়া, বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ড, অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড, অ্যামাজন পে ল্যাটার এবং নির্বাচিত ডেবিট ও ক্রেডিট কার্ড দ্বারা কেনাকাটায় নো-কস্ট ইএমআই-এর সুবিধা মিলবে। কেনাকাটার ক্ষেত্রে ইংরেজি ও ৮টি আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। বিশাল সাশ্রয়ের সুবিধা পাওয়া যাবে নামী মোবাইল ব্র্যান্ড, ফ্যাশন ব্র্যান্ড, বইপত্র, খেলনা ও গেমিং ব্র্যান্ড, বিউটি ব্র্যান্ড, ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড, হোম অ্যাপ্লায়েন্সেস ব্র্যান্ড, কিচেন ও স্পোর্টস ব্র্যান্ড, হোম ফার্নিচার ব্র্যান্ড, গ্রোসারি ও প্রাত্যহিক প্রয়োজনের সামগ্রীর ব্র্যান্ড, ইত্যাদিতে।

গ্রাহকরা দৈনিক কেনাকাটায় ‘শপিং রিওয়ার্ডস’ জিতে ৪৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন ‘পে অ্যান্ড শপ রিওয়ার্ডস ফেস্টিভ্যালে’। এইসব রিওয়ার্ড ব্যবহার করা যাবে গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন। অ্যামাজন পে ল্যাটার-এর মাধ্যমে গ্রাহকরা ৬০,০০০ টাকা অবধি ‘ইনস্ট্যান্ট ক্রেডিট’-এর সুবিধা নিতে পারবেন, যার অ্যাক্টিভেশনের সময়ে ১৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ড দ্বারা কেনাকাটায় ৫ শতাংশ পর্যন্ত সাশ্রয় করা সম্ভব হবে।