ফিরে এলো ‘অ্যামাজন প্রাইম ডে’

আবার এসে গেল বাৎসরিক ‘অ্যামাজন প্রাইম ডে’। দুইদিনের ‘অ্যামাজন প্রাইম ডে’ শুরু হবে ১৫ জুলাই, আর চলবে ১৬ জুলাই পর্যন্ত। এবার সপ্তম ‘অ্যামাজন প্রাইম ডে’ হবে আগের থেকে আরও বড় আকারে, আরও ভালভাবে, যা প্রাইম মেম্বারদের দেবে গ্রেট ডিল, সেভিংস, ব্লকবাস্টার এন্টারটেনমেন্ট, নিউ লঞ্চ, এবং আরও অনেক কিছু। ‘অ্যামাজন প্রাইম ডে’ চলাকালীন দুইদিন ধরে প্রাইম মেম্বাররা প্রাণখুলে কেনাকাটা করতে পারবেন। স্মার্টফোন, টিভি, অ্যাপ্লায়েন্স, ফ্যাশন ও বিউটি, গ্রসারি, অ্যামাজন ডিভাইস, হোম ও কিচেন, ফার্নিচার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ইত্যাদি অনেককিছুই থাকবে প্রাইম মেম্বারদের জন্য।

অ্যামাজন ইন্ডিয়ার ডিরেক্টর (প্রাইম অ্যান্ড ডেলিভারি এক্সপিরিয়েন্স) অক্ষয় শাহী জানান, এবারের প্রাইম ডে’তে গ্রাহকরা সবকিছুই পাবেন অতি-দ্রুততার সঙ্গে। দেশের নির্দিষ্ট ২৫টি শহর থেকে অর্ডার পাঠাবেন যেসব প্রাইম মেম্বাররা, তারা তাদের পণ্যসামগ্রী পাবেন ‘সেম ডে’ বা ‘ভেরি নেক্সট ডে’ ডেলিভারি ব্যবস্থায়। টিয়ার ২ শহরগুলির ক্ষেত্রে ডেলিভারি দেওয়া হবে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে। এবার প্রাইম ডে’তে অ্যামাজন পণ্যের প্রতি গ্রাহক-চাহিদা বৃদ্ধির মাধ্যমে ‘স্মল অ্যান্ড মিডিয়াম বিজিনেসেস’ (এসএমবি) অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক সংস্থাগুলিকে আগের মতোই সাহায্য করবে। এর ফলে অজস্র বিক্রেতা, নির্মাতা, স্টার্টআপ, মহিলা-উদ্যোগী, কারিগর, বয়নশিল্পী ও স্থানীয় বিপণিগুলি উপকৃত হবে।

উল্লেখ্য, ভারত-সহ ২৫টি দেশে ২০০ মিলিয়নেরও বেশি প্রাইম মেম্বার প্রাইমের মাধ্যমে কেনাকাটা করে থাকেন। প্রাইম মেম্বার হিসেবে সুবিধা গ্রহণের জন্য বছরে ১৪৯৯ টাকা বা মাসে ২৯৯ টাকা দিতে হবে। মেম্বাররা ‘ফ্রি অ্যান্ড ফাস্ট’ ডেলিভারি, আনলিমিটেড ভিডিয়ো, অ্যাড-ফ্রি মিউজিক, স্পেশাল ডিলস, ফ্রি ইন-গেম কনটেন্ট ইত্যাদি উপভোগ করতে পারবেন।