অ্যামাজন ইন্ডিয়া বাংলা ভাষায় চালু করল তাদের সেলার রেজিস্ট্রেশন ও অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সার্ভিস। এরফলে হাজার হাজার বর্তমান ও নতুন অ্যামাজন সেলার অ্যামাজন-ডট-ইনের মার্কেটপ্লেসে তাদের ব্যবসা চালাতে পারবেন তাদের নিজেদের ভাষাতেই।
সেলারগণ এখন অ্যামাজন-ডট-ইনে রেজিস্টার করতে ও তাদের অনলাইন ব্যবসা চালিয়ে যেতে পারবেন বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, মারাঠি, মালয়ালম, তেলুগু, তামিল ও ইংরেজি ভাষায়। আঞ্চলিক ভাষা ব্যবহার করে অ্যামাজন সেলারগণ নিজেদের পছন্দের ভাষায় সবকিছুই করতে পারবেন, যেমন নথিভুক্ত হওয়া, অর্ডার ম্যানেজ করা, ইত্যাদি। পশ্চিমবঙ্গের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স এবং সংসদীয় বিভাগের মন্ত্রী ড. পার্থ চ্যাটার্জি বাংলা ভাষায় অ্যামাজনের কাজকর্ম চালু হওয়ার সংবাদে সন্তোষ প্রকাশ করেছেন।
যেসব অ্যামাজন সেলার তাদের পছন্দ অনুসারে ভাষা পরিবর্তন করতে চান তারা সহজেই তা করতে পারবেন অ্যামাজন সেলার ওয়েবসাইট ও সেলার মোবাইল অ্যাপ ব্যবহার করে। অ্যামাজন এরপরও বাংলায় আরও নতুন নতুন ফিচার যোগ করবে যাতে হাজার হাজার এমএসএমই সহজেই রেজিস্টার করা ও ব্যবসা চালানোর ক্ষেত্রে সুবিধা উপভোগ করতে পারে।