পশ্চিমবঙ্গে অ্যামাজনের পরিকাঠামোর প্রসার

কলকাতায় অ্যামাজন ইন্ডিয়ার ফুলফিলমেন্ট ও ডেলিভারি নেটওয়ার্ক প্রসারিত হল। বর্তমানের দুইটি ফুলফিলমেন্ট সেন্টারের সম্প্রসারণ, একটি সর্ট সেন্টার ও একটি ডেলিভারি স্টেশন লঞ্চের মধ্য দিয়ে অ্যামাজনের হবে চারটি ফুলফিলমেন্ট সেন্টার, চারটি সর্টেশন সেন্টার ও প্রায় পঁচিশটি ডেলিভারি স্টেশন। এই পরিকাঠামোগত প্রসারণের ফলে রাজ্যে ৩২০০০-এরও বেশি বিক্রেতার সুবিধা হবে এবং তারা পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্বের গ্রাহকদের প্রচুর পণ্যসম্ভার থেকে বেছে নেওয়ার সুযোগ ও দ্রুত ডেলিভারি দিতে পারবেন।

কলকাতায় নতুন ডেলিভারি স্টেশনটি শহরে অতিদ্রুত ডেলিভারি প্রদানের ক্ষেত্রে সহায়ক হবে। এই ডেলিভারি নেটওয়ার্ক প্রসারণের ফলে পশ্চিমবঙ্গে অ্যামাজনের প্রত্যক্ষ ডেলিভারি প্রদান সম্ভব হবে ১০০০-এরও বেশি পিনকোড এলাকায়। এই রাজ্যে অ্যামাজনের বিনিয়োগ বৃদ্ধির প্রভাব পড়বে স্থানীয় আর্থিক ব্যবস্থার ওপর এবং তার ফলে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।