প্রথম ই-কমার্স কোম্পানি হিসেবে আমাজনের সঙ্গে চুক্তিতে ভারতের অভ্যন্তরীণ জলপথ

মিনিস্ট্রি অব পোর্টস, শিপিং, অ্যান্ড ওয়াটারওয়েস এর ইনল্যান্ড ওয়াটারোয়েস অথরিটি অব ইন্ডিয়া (IWAI)-এর সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর আমাজন ইন্ডিয়ার। লক্ষ্য কাস্টোমার প্যাকেজ পরিবহনে বিবর্তন আনা। এই চুক্তির মধ্য দিয়ে আমাজন ভারতের প্রথম ই-কমার্স কোম্পানি হয়ে উঠেছে যা অভ্যন্তরীণ জল পরিবহন ব্যবহার করে, কোম্পানির পরিবহন পরিকাঠামোকে শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ জলপথকে বিভিন্ন কাজে ব্যবহারের যে উপদেশ দিয়েছিলেন, IWAI-এর সঙ্গে আমাজনের এই চুক্তি সেই বিষয়টিকে জোরালো করে।

এবার অ্যামাজন ইন্ডিয়া ও IWAI দেশের অভ্যন্তরীণ জলপথে কার্গো চালাতে নেটওয়ার্ক তৈরি করবে।  শীঘ্রই তারা পাটনা থেকে কলকাতা জলপথে পাইলট প্রজেক্ট শুরু করবে। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং ই-কমার্স শিল্পের উন্নতিতে আমাজনের এই পদক্ষেপ কোম্পানির অর্থনীতিকে শক্তিশালী করবে।মিনিস্ট্রি অব পোর্টস, শিপিং, অ্যান্ড ওয়াটারওয়েস-এর ক্যাবিনেট মিনিস্টার শ্রী সর্বানন্দ সোনোয়ালের বক্তব্য, “আমাদের লক্ষ্য নদীপথে পণ্য পরিবহন বাড়িয়ে অর্থনীতিকে আরও জোরদার করা। আমাজন ইন্ডিয়া কে এই চুক্তির জন্য অভিনন্দন।”

আমাজন ইন্ডিয়ার অপারেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট অভিনব সিং বলেন, “গত কয়েক বছরে, আমজনের পরিবহন এবং লজিস্টিক পরিকাঠামো উন্নতিতে আমরা ইতিবাচক পদক্ষেপ করেছি। বর্তমান চুক্তিটি অভ্যন্তরীণ জলপথ ব্যবহারের ক্ষেত্রে নতুন সুবিধা নিয়ে আসবে।“আমাজন কাস্টোমার প্যাকেজগুলির দ্রুত, সাশ্রয়ী, টেকসই এবং নির্ভরযোগ্য উপায়ে ডেলিভারি নিশ্চিত করতে রেল, বিমান, জল সহ দেশের সম্ভাব্য সব পরিবহন ব্যবস্থা ব্যবহার করতে প্রস্তুত।