অক্টোবরের ৩ তারিখ থেকে শুরু হতে চলেছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। এবার ‘স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস’-এর (এসএমবি) জন্য প্রচুর সুযোগ নিয়ে এসেছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। এরফলে বিভিন্ন ক্যাটাগরির ইন্ডিয়ান ও গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট-সহ অ্যামাজন লঞ্চপ্যাড, অ্যামাজন সহেলি ও অ্যামাজন কারিগরের মতো প্রোগ্রামের আওতায় ৪৫০টি শহরের ৭৫ হাজার লোকাল শপ-সহ অজস্র ক্ষুদ্র ব্যবসায়ী তাদের নতুন ধরণের প্রোডাক্ট দিতে পারবেন গ্রাহকদের। কলকাতা, আসানসোল, খড়গপুর ও শিলিগুড়ি শহরও এর আওতায় রয়েছে। অ্যামাজন প্রাইম মেম্বাররা ‘আর্লি অ্যাক্সেস’-এর সুবিধা পাবেন।
এবছর অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এক বিশেষ ‘স্মল বিজনেস স্পটলাইট’ স্টোর চালু করেছে অ্যামাজন-ডট-ইনে, যেখান থেকে গ্রাহকরা সারা দেশ থেকে আনা তাদের পছন্দসই উৎসবকালীন পণ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন। এবারের অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে বিভিন্ন টপ ব্র্যান্ডের ১০০০টিরও বেশি নতুন প্রোডাক্ট লঞ্চ্ হবে।