অ্যামাজন-ডট-ইন’এর ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২১’ শুরু হতে চলেছে ৪ অক্টোবর থেকে। ‘স্মল মিডিয়াম বিজনেস’গুলিকে সাহায্য করার জন্য এবার ৪৫০টি শহর থেকে ৭৫,০০০ লোকাল শপ-সহ বহু স্মল সেলার যুক্ত হয়েছে দ্য গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে। এই ফেস্টিভ্যালে অ্যামাজন সেলারগণ অ্যামাজন লঞ্চপ্যাড, অ্যামাজন সহেলি, অ্যামাজন কারিগর প্রোগ্রাম ছাড়াও টপ ইন্ডিয়ান ও গ্লোবাল ব্র্যান্ডের পণ্যসামগ্রী উপস্থিত করবেন।
একটি সাম্প্রতিক সমীক্ষায় জানা গেছে, অ্যামাজন-ডট-ইন’এর সেলারগণ এই উৎসবের মরশুম নিয়ে খুবই আশাবাদী। তাদের ৯৮ শতাংশ মনে করেন তাদের ব্যবসা বৃদ্ধির ওপরে প্রযুক্তি ও ই-কমার্স যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলেছে। ৭৮ শতাংশ অ্যামাজন সেলারের আশা তারা নতুন গ্রাহকদের কাছে পৌছাতে পারবেন, ৭১ শতাংশ জানিয়েছেন তাদের বিক্রয়বৃদ্ধি ঘটেছে ও ৭১ শতাংশ উল্লেখ করেছেন তাদের ব্যবসা আবার আগের জায়গায় ফিরতে পেরেছে এবং উৎসবের মরশুমে তারা বেশি কিছুর আশায় রয়েছেন। এবারের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে টপ ব্র্যান্ডসমূহের ১০০০টিরও বেশি প্রোডাক্ট লঞ্চ্ করা হবে।
উল্লেখ্য, গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলাকালীন নিরাপদ, দ্রুত ও আস্থাসম্পন্ন ডেলিভারির জন্য এবং গ্রাহকদের চাহিদা পূরণের জন্য অ্যামাজন তাদের অপারেশনস নেটওয়ার্কে ১১০,০০০টি সিজনাল জব অপর্চুনিটি সৃষ্টি করেছে।