অ্যামাজন ইন্ডিয়ার সবচেয়ে বড় ফুলফিলমেন্ট সেন্টার বেঙ্গালুরুতে

উৎসবের মরসুমের কথা মাথায় রেখে বেঙ্গালুরুতে চালু হবে অ্যামাজন ইন্ডিয়ার ফুলফিলমেন্ট সেন্টার। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে অ্যামাজন ইন্ডিয়াটু্ডে।  উল্লেখ্য এটি হবে দেশের মধ্যে অ্যামাজনের সবচেয়ে বড় ফুলফিলমেন্ট সেন্টার। এরফলে একদিকে যেমন নিকটবর্তী অঞ্চলের স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তেমনি অপর দিকে অ্যামাজন তার  নেটওয়ার্কে   মজবুত করে তুলতে বিভিন্ন ভূমিকা পালন করবে, যার মধ্যে রয়েছে পূর্ণকালীন এবং খণ্ডকালীন সুযোগ, কর্মচারীদের  প্রশিক্ষণ সুযোগ প্রভৃতি। এছাড়া অ্যামাজন ইন্ডিয়ার ফুলফিলমেন্ট সেন্টার জুড়ে বিল্ডিংগুলি অত্যাধুনিক প্রযুক্তি, শক্তির ব্যবহার কমিয়ে আনতে, দক্ষ বিল্ডিং সিস্টেম এবং সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সাইট এবং অফ-সাইট সোলার প্যানেল দিয়ে ডিজাইন করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার কথা মাথায় রেখে বেঙ্গালুরেুর এই ফুলফিলমেন্ট সেন্টারের ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

COVID-19 চ্যালেঞ্জের মোকাবিলা করতে,লাইসেন্সপ্রাপ্ত স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দ্বারা পরিচালিত তার সহযোগী, কর্মচারী এবং তাদের নির্ভরশীলদের জন্য সাইটে টিকা শিবিরেরও আয়োজন করছে। অ্যামাজন ইন্ডিয়ার কাস্টমার ফুলফিলমেন্ট অপারেশনস অ্যান্ড সাপ্লাই চেইনের ভাইস প্রেসিডেন্ট প্রকাশ দত্ত বলেন,দেশের বাজারে গুরুত্বপূর্ণ স্থান দখল করতে কর্ণাটক একটি বিশেষ ভূমিকা পালন করবে সেই কথা মাথায় রেখেই, দেশের সবচেয়ে বড় ফুলফিলমেন্ট সেন্টার চালু করার জন্য বেঙ্গালুরুকেই বেছে নেওয়া হয়েছে।