ভারতের ৬০টিরও বেশি শহরে প্রসারিত হল ‘অ্যামাজন ফ্রেশ’

অ্যামাজন ইন্ডিয়ার ‘ফুল বাস্কেট গ্রসারি সার্ভিস’ অ্যামাজন ফ্রেশ ভারতের ৬০টিরও বেশি শহরে প্রসারিত হল। অ্যামাজন ফ্রেশের অ্যাপ-ইন-অ্যাপ এক্সপিরিয়েন্স দেবে আরও বেশি গ্রসারি প্রোডাক্ট থেকে বেছে নেওয়ার সুবিধা। গ্রাহকরা গ্রসারি প্রোডাক্ট কেনার সময়ে যেসব সুবিধা পাবেন সেগুলির মধ্যে রয়েছে: আকর্ষণীয় উইকএন্ড সেল, মাসের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত সুপার ভ্যাল্যু ডেজ ও পছন্দমতো নির্দিষ্ট সময়ে ডেলিভারি।

২৪৯ টাকার বেশি মূল্যের যেকোনও অর্ডারে অ্যামাজন-ডট-ইন দেবে বিনামূল্যে ডেলিভারি। অ্যামাজন ফ্রেশ থেকে শুধু সহজে গ্রসারি প্রোডাক্ট কেনাকাটা করা যাবে তা-ই নয়, পাওয়া যাবে এইসব সুবিধাও – ‘পার্সোনালাইজড উইজগেটস’, ‘বাই এগেন অপশন’ ও প্রায়ই কেনা হয় এমন সামগ্রীর জন্য ‘রিমাইন্ডার্স’।

অ্যামাজন ফ্রেশ সম্প্রতি একটি ব্র্যান্ড ক্যাম্পেন লঞ্চ করেছে: ‘নহি তো মাহেঙ্গা পড়েগা’, যার মাধ্যমে গ্রাহকদের জানানো হচ্ছে অ্যামাজন ফ্রেশ তাদের সঠিক পার্টনার, কারণ অ্যামাজন ফ্রেস দিচ্ছে প্রচুর উত্তম মানের প্রোডাক্ট, দারুণ সাশ্রয়ের সুবিধা এবং পছন্দসই সময়ে ডেলিভারি।