অ্যামাজন ইকো শো ১০ ও ইকো শো ৫

দুইটি নতুন ইকো শো লঞ্চ্‌ করলো অ্যামাজন। সম্পূর্ণ নতুন ইকো শো ১০-এ রয়েছে ১০.১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, প্রিমিয়াম সাউন্ড ও ইন্টেলিজেন্ট মোশন, যা ডিসপ্লে’কে ব্যবহারকারীর দিকে ঘুরিয়ে দেয় যখন তিনি আলেক্সার সঙ্গে কথাবার্তা চালান। এরফলে দর্শক কখনও তার ফেবারিট শো বা ভিডিয়ো কলের একটি মুহূর্তও মিস করবেন না। সঙ্গীত উপভোগের জন্য নতুন ইকো শো ১০ এক উত্তম সঙ্গী।

অ্যামাজনের জনপ্রিয় স্ক্রিন-সহ স্মার্ট স্পিকারের আপগ্রেড হল ইকো শো ৫। এতে রয়েছে কম্প্যাক্ট ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ভিডিয়ো কলিংয়ের জন্য এইচডি ক্যামেরা। ইকো শো ৫ তিনটি কলারে পাওয়া যায় – ব্ল্যাক, হোয়াইট ও ব্লু। এতে থাকা ড্রপ-ইন ফিচার দ্বারা ব্যবহারকারী ইন্টারকমের মতো ইন্সট্যান্ট কনভার্সেশন শুরু করতে পারেন বিভিন্ন ডিভাইস বা আলেক্সা কনট্যাক্টদের সঙ্গে।

নতুন ইকো শো ১০ (ব্ল্যাক) পাওয়া যাবে ২৪,৯৯৯ টাকায় (http://www.amazon.in/Echoshow10)। ইকো শো ৫-এর দাম ৮,৯৯৯ টাকা, তবে ডিসকাউন্টেড মূল্য ৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে (http://www.amazon.in/Echoshow5)।