বিতর্ক এড়াতেই জমি নিয়ে বড় সিদ্ধান্ত অমর্ত্য সেনের

দীর্ঘ সময় ধরে চলতে থাকা বিবাদের পর অবশেষে জমি মিউটেশনের আবেদন করেছেন অমর্ত্য সেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিবাদ এখনও বর্তমান। এরই মাঝে এবার নিজের নামে জমি মিউটেশনের আবেদন করেছেন তিনি। বোলপুর বিএলআরও অফিসে যোগাযোগ করে এই আর্জি জানান হয়েছে তাঁর তরফে। চলতি মাসের ২০ তারিখ ওই ‘মিউটেশন’ সংক্রান্ত শুনানি হওয়ার সম্ভাবনা।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য, অমর্ত্য সেন তাঁদের ১৩ ডেসিম্যাল জমি দখল করে রেখেছেন। এই দাবি থেকে তারা নড়তে চাইছেন না। অর্থনীতিবিদের বোলপুরের বাড়ি ‘প্রতীচী’তে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অমর্ত্য সেনের থেকে বাড়ির নথিপত্র দেখেছিলেন এবং স্পষ্ট বলেছিলেন নথি ঠিকই আছে। এই আবহেই এ বার জমি নিজের নামে ‘মিউটেশন’ করার সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক সেন। মিউটেশনের আবেদনপত্র জমা দিয়েছেন তিনি।

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মন্তব্য করেছিলেন, সরকার পক্ষ, প্রশাসন এবং বিশ্বভারতীর লোকজনের উপস্থিতিতে জমির মাপ নেওয়া হোক, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। রাজ্যে কীভাবে কাগজ তৈরি হয়, সেটা সবাই জানে। বিতর্ক এড়াতেই জমি নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন নোবেলজয়ী বাঙালি। জেলা প্রশাসন সূত্রে খবর, ২০ ফেব্রুয়ারি অমর্ত্য সেনকে বোলপুর বিএলআরও অফিসে সশরীরে হাজির থাকতে হবে এবং সঙ্গে নিয়ে যেতে হবে জমির সমস্ত নথিপত্র।