চ্যাটজিপিটির স্রষ্টা অল্টম্যানের যোগদান মাইক্রোসফ্টে

আজ, সোমবার মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা ঘোষণা করেছেন একই সঙ্গে মাইক্রোসফ্টে যোগ দিচ্ছেন এআই-এর সম্রাট স্যাম অল্টম্যান এবং ওপেনএআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান।

দু’দিন আগেই সিইও-এর পদ থেকে চ্যাটজিপিটির স্রষ্টা অল্টম্যানকে বরখাস্ত করে ওপেনএআই। এরপরেই এদিন টেক দুনিয়ায় স্যামকে নিজেদের কোম্পানিতে নিয়ে চমক দিলেন সত্য নাদেলা। প্রযুক্তি চ্যাটজিপিটি নয়া যুগের সূচনা করার ফলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা বিশ্বে।

প্রযুক্তির জনক স্যাম অল্টম্যানকে সরানোর শুরু হয় নানা দিকে জল্পনা। তবে এআই প্রযুক্তি নিয়ে আরও বিস্তারিতভাবে কাজ করতে চায় মাইক্রোসফ্ট। তাই স্যাম ও ব্রকম্যানকে টেনে নিয়েছেন সত্য নাদেলা।তিনি জানিয়েছেন, মাইক্রোসফ্ট এআই নিয়ে একটি আলাদা রিসার্চ দল গঠন করা হবে যার দায়িত্বে থাকবে স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যানকের ওপর।