কলকাতায় বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের এই চার জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা

ঝড়ের পূর্বাভাস থাকলেও গতকাল ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। আর তাতেই অল্পের জন্য অধরা রয়ে গিয়েছে ১২২ বছরের পুরনো রেকর্ড। আবহবিদরা মনে করছিলেন মার্চ-এপ্রিলে টানা দু’মাস কলকাতায় বৃষ্টি না হলে ১২২ বছরে নতুন রেকর্ড হবে। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ব্যাপক ঝড়-বৃষ্টিও হওয়াতে সামান্য কমে গিয়েছে তাপমাত্রা। এদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির কাছাকাছি। তবে তার সঙ্গে একটা ভ্যাপসা ভাবও বজায় থাকবে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের চার জেলা— বীরভূম, বাঁকুড়া, নদিয়া এবং মুর্শিদাবাদে শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এমনকি কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। তবে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায়। ফলে খুব প্রয়োজন ছাড়া রাস্তায় না বের জন্যে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।