দিন বদল হলেও অনুমতি মিললো না পদযাত্রার

ত্রিপুরায়ই এখন প্রধান লক্ষ্য রাজ্যের শাসক শিবিরের। ত্রিপুরাকেই লক্ষ্য করে এগিয়ে চলছে আগামী ভোটার দিকে। ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। আগামী ১৫ সেপ্টেম্বর ত্রিপুরার আগরতলায় পদযাত্রা করার কথা ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেই পদযাত্রায় মেলেনি অনুমতি। এবার দিনবদল করে ২২ সেপ্টেম্বর মিছিলের অনুমতি চেয়েছে তৃণমূল। দিন পরিবর্তন করলেও তবুও অনুমতি মেলেনি। এবার নতুন করে চিঠি দিল ঘাসফুল শিবির। দিনবদলের চিঠিকে কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “বাংলায় বিজেপিক সভা-মিছিলের অনুমতি দেয় না সরকার, তারাই এবার কোভিডের মধ্যে ত্রিপুরায় যাচ্ছে মিছিল করতে।” দিলীপের দাবি, “তৃণমূলের উদ্দেশ্য হল মিছিল-সভার নামে গন্ডগোল পাকানো।” তবে এতে দমে যাওয়ার দল তৃণমূল নয়। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহামিছিলের আয়োজন যেকোনও উপায়ে সফল করতে প্রয়াস চালাচ্ছে তৃণমূল।

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রস্তাবিত রুটে অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। তাই আবেদন খারিজ করা হয়েছে বুধবার ও বৃহস্পতিবারের পদযাত্রার। যদিও ত্রিপুরা পুলিশের এই সিদ্ধান্তের পিছনে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং রাজ্য বিজেপির ইন্ধন দেখছে বাংলার শাসক দল। যদিও বিজেপি, তৃণমূলের এই কর্মসূচিকে পাত্তা দিতে নারাজ। তাদের দাবি, ‘ত্রিপুরায় তৃণমূলের কোনও সংগঠন নেই। অসম, বাংলা থেকে বহিরাগত নিয়ে এসে ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করছে।’