আকাশে শরৎ উঁকি দিলেও বাড়ছে আন্দোলনের উত্তাপ

সোমবার রাত ৯ টায় ৯ মিনিটের নীরব প্রতিবাদ , রাজপথে প্রতিবাদী ছবি আঁকা থেকে আন্দোলনের বার্তা লেখা প্রচার যেন সেটাই বুঝিয়ে দিচ্ছে। আর এস এস প্রধান  মোহন ভগবত সরাসরি তৃণমুল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের পাশে থাকার আশ্বাস দেওয়া এবং সোমবার বিকেলে সুপ্রীম কোর্টে আর জি কর কাণ্ডের শুনানির পর রাজ্যে জুড়ে এক নতুন রাজনৈতিক এবং সামাজিক সমীকরণ তৈরি হয়েছে এমনটাই মনে করছেন সমাজবিদদের একটি বড় অংশ।

এমন অবস্থায় সুপ্রীম  শুনানির ঠিক কয়েক ঘন্টা পরেই আর জি কর কাণ্ডের বিচার চেয়ে আবারও সোচ্চার হলো, আমজনতা, জলপাইগুড়ি শহরের প্রাণ কেন্দ্র কদমতলা মোড়ে রাত নয়টায় প্রতীকী পথ অবরোধ এর পাশাপাশি ডুয়ার্সের নতুন মহকুমা ধুপ গুড়ির রাজপথে মানব বন্ধন তৈরি এবং  আলো নিভিয়ে অন্ধকার করে চলে নীরব প্রতীবাদ lনাগরিক মঞ্চের আহ্বানে রাত নয়টায় নয় মিনিটের প্রতিবাদের সাক্ষী থাকে জলপাইগুড়ি জেলা।