বেশ কয়েকটি নিয়ম বদলের পাশাপাশি বাড়লো সিলিন্ডারের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে LPG সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলো। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে একাধিক পরিবর্তন সম্পন্ন হয়েছে।

তথ্য অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম একলাফে ২০৯ টাকা বৃদ্ধি পেয়েছে। যার ফলে দিল্লিতে বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম এখন ১,৭৩১.৫০ টাকায় পৌঁছেছে। পাশাপাশি, কলকাতায় এই সিলিন্ডারের দাম ১,৮৩৯.৫০ টাকায় মিলছে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে ২,০০০ টাকার নোট এক্সচেঞ্জ এবং জমা দেওয়ার সময়সীমা আগামী ৭ অক্টোবর পর্যন্ত হয়েছে। অন্যদিকে এবার থেকে বার্থ সার্টিফিকেট সারা দেশে একটি একক নথি অর্থাৎ সিঙ্গেল ডকুমেন্টে পরিণত হয়েছে। এর ফলে অধিকাংশ ক্ষেত্রে আপনি অন্য কোনো নথির পরিবর্তে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন।