রাজ্যের শাসকদল ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় গোটা একটা গ্রাম

রাজনীতির মঞ্চে লক্ষ্য এখন একটাই, আগামী ভোটা। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এর মাঝেই মহা অস্বস্তিতে পড়লো শাসকদল। বাঁকুড়ার জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসের আদিবাসী ভোট ব্যাঙ্কে নামল ধস। গোটা একটা গ্রাম তৃণমূল ছেড়ে নাম লেখালো গেরুয়া শিবিরে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে মমতার পাশেই ছিল বাঁকুড়ার আদিবাসী ভোট। ২০১১ সালের পর থেকেই বাঁকুড়ার জঙ্গলমহলে আদিবাসী ভোট ব্যাঙ্ক ছিল ঘাসফুলের ঝুলিতে।

তবে এবারে ভোটের আগেই ঘুরলো পাশা। গতকাল বাঁকুড়ার রাইপুর ব্লকের ঢেকো অঞ্চলের শালবনি সেই গোটা আদিবাসী গ্রাম শাসকদল ছেড়ে যোগদান করল বিজেপি-তে। স্থানীয় বিজেপি নেতা বিবেকানন্দ পাত্রর নেতৃত্বে যোগদান সম্পন্ন হয়। গ্রামবাসীদের অভিযোগ বহুদিন ধরে তৃণমূল করেও শালবনি গ্রামে সেভাবে কোনো উন্নয়নই হয়নি। নিত্যদিন নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে তারা।

ক্ষোভ অভিমানেই এদিন দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির দাবি, তৃণমূল চুরি-জোচ্চুরির দল এতদিনে মানুষ তা বুঝতে পারছে। বিজেপি যে আদিবাসীদের প্রকৃত বন্ধু সেটা উপলব্ধি করেই তাদের এই সিদ্ধান্ত।