বাড়ানো হলো স্বাস্থ্যসাথী কার্ডের বরাদ্দ

রাজ্যবাসীর জন্য খুশির খবর, একলাফে অনেকটা টাকার বরাদ্ধ বাড়ানো হলো কার্ডে৷ স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা বাবদ সরকার যে টাকা বরাদ্দ করেছে, তা ‘যথেষ্ট’ নয় বলেই বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমগুলির অনুযোগ। আইসিইউ বা সিসিইউর জন্যত স্বাস্থ্যসাথী কার্ডে বরাদ্দ মাত্র ৩ হাজার টাকা। এত কম টাকা পরিষেবা দিতে বেশিরভাগ বেসরকারি হাসপাতালই গররাজি৷

নির্দিষ্ট প্যাকেজের আওতায় না-থাকা ওষুধপত্র ও ডায়াগনস্টিক পরীক্ষার জন্য মাত্র পাঁচ হাজার টাকা বরাদ্দ ছিল স্বাস্থ্যসাথী কার্ডে। এতে স্বাস্থ্যসাথীর অধীনে থাকা বড় বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়তে হত রোগীদের। এ বার সেই খরচ একে লাফে পাঁচ গুণ বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিল রাজ্য সরকার। নতুন নির্দেশিকায় ওষুধপত্র ও ডায়াগনস্টিক পরীক্ষার জন্য বরাদ্দ বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।

তবে এটি শুধুমাত্র রাজ্যের সেই ৩০টি হাসপাতালের ক্ষেত্রেই প্রযোজ্য, যাদের ‘এনএবিএইচ’ (ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেল্‌থ কেয়ার প্রোভাইডার) স্বীকৃতি রয়েছে। রাজ্য সরকার স্বাস্থ্যসাথী খাতে শুধু খরচ বৃদ্ধিই করেনি৷ রোগীর ছুটির পর তাঁদের বিল খতিয়ে দেখে অডিট হবে। রোগী কতদিন আইসিইউ বা সিসিইউতে রোগী ছিল অথবা কী ধরণের পরীক্ষা হয়েছে সব তথ্যব মিলিয়ে দেখা হবে। অন্তত ২০০ জন অভিজ্ঞ চিকিৎসক প্রায় ৩০ শতাংশ বিল অডিট করবেন। হিসাবের গড়মিল হলেই টাকা কেটে নেওয়া হবে৷